সেবা শান্তি প্রগতি স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন।
আজ রবিবার বিকেলে দরিয়াদৌলত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ এর আয়োজনে দরিয়াদোলত আঃ গনি উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবকলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
দরিয়াদৌলত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. জিয়া উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. আল আমিন, ৩নং দরিয়াদৌলত ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আমির হোসেন, সহ-সভাপতি আমজাদ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর ছাত্রলীগ সভাপতি এম এস সোহেল রানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আকরাম,
পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ অহিদ মিয়া,
উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আবদুল লতিফ লিটু, উপজেলা স্বেচ্ছা-সেবকলীগ দপ্তর সম্পাদক বাকি বিল্লাহ, সহ সম্পাদক রকিবুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগের সদস্য কামরুল ইসলাম অপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক জাকির হোসেন মাস্টার, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক নুরে আল সাইদ, ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিল।
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন স্বেচ্ছা-সেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন, মোকসুদ প্রমূখ।
এসময় শত শত মুজিব সৈনিকদের আগমন এবং ঝাকে ঝাকে মিছিল ও স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবকলীগের এই সম্মেলনে শত শত আওয়ামীলীগ প্রেমিকরা উপস্থিত হয়।
এসময় বক্তারা বলেন আওয়ামীলীগের দুর্দিনে স্বেচ্ছা সেবকলীগ সভাপতি হাসান ভূইয়ার নের্তৃত্বে আন্দোলন সংগ্রাম ও মিছিল মিটিংয়ে স্বেচ্ছাসেবকলীগ সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন।
এবং ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপির হাতকে শক্তিশালি করার জন্য কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ।