বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া বলেছেন,
স্বাধীন বাংলাদেশের স্থপতি, যিনি জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না , জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুযায়ী বাঞ্ছারামপুর বাসীর একমাত্র অবিভাবক, জননেতা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি কাজ করে যাচ্ছে।
তিনি স্বেচ্ছাসেবক সেবকলীগকে সু-সংগঠিত করে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপির হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
তিনি আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাঞ্চারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ১,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন।
বৃহস্পতিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের কদমতুলী কান্দুশাহ মাজার সংলগ্ন মাঠে স্বেচ্ছাসেবকলীগ ওয়ার্ড শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দরিয়াদৌলত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ জিয়া উদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুমিনুল হক অপু, দরিয়াদৌলত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক, শামীম আকরাম, মোঃ মোহন মিয়া, উপজলা স্বেচ্ছা-সেবকলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজ বাদশা, পৌর ছাত্রলীগ সভাপতি এম এস সোহেল রানা,
উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সসম্পাদক নুরে এলাহি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মাস্টার, যুগ্ম সম্পাদক নুরে আল সাঈদ,রাসেল সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপির বিশ্বস্থ ভ্যানগার্ড হিসেবে স্বেচ্ছাসেবকলীগ অসহায় মানুষের বিপদে আপদে পাশে থেকে সেবা করে যাচ্ছে । স্বেচ্ছাসেবক লীগে কোন হাইব্রিড নেতার স্থান হবে না। স্বেচ্ছাসেবকলীগে মাদক, চাদাবাজ, সন্ত্রাস মুক্ত কমিটি অতীতে ও ছিল এবং ভবিষ্যতে ও থাকার প্রত্যায় ব্যক্ত করেন।