কমলা রঙ্গের বিশ্বে নারী, বাধার পথ দিবে পারী, এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ সভা কক্ষে,বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রধান করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মোঃ সিরাজুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি শুভাশীষ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আল-মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, শিক্ষা অফিসার মোহাম্মদ নৌসাদ মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মনুজুরে মাওলা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ রুস্তম আলম।
এ বছরের শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সফল নারী নির্বাচিত হয়েছেন সরকারি তিতুমির কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক, উপজেলার মিরপুর গ্রামের মোসাম্মৎ জেসমিন আক্তার এবং সফল জননী হিসেবে নির্বাচিত হয়েছেন মোসাম্মৎ জেসমিন আক্তারের মা নূর নাহার বেগম।