ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ছাত্রদল নেতা, বাঞ্ছারামপুর উপজেলার কৃতি সন্তান আলহাজ্ব মোঃ নুরুল আমিন সজল।
তিনি যুক্তরাজ্যের ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ফোরাম এবং ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করে যাচ্ছেন। দীর্ঘকয়েক বছর পর লন্ডন থেকে নিজ এলাকায় আসা বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা নুরুল আমিন সজলকে শনিবার বিকেলে ফেরিঘাট থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরে প্রায় শতাধিক মোটরসাইকেলও গাড়ি বহর নিয়ে নেতাকর্মীরা বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন এবং মানিকপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে শোডাউন দিয়ে দারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয় প্রাজ্ঞনে গিয়ে শোডাউন সমাপ্তি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো: নাজমুল ভিপি, মানিকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: জহর সাহেব, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আওলাদ হোসেন মোল্লা, যুবদলের যুগ্ম আহবায়ক মীর মোশাররফ হোসেন, পৌর যুবদলের আহবায়ক মো: ইমান আলী, আইয়ুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আকবর, উপজেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাম মিয়া, জাসাস পৌর যুবদলের আহবায়ক আয়নাল হোসেন কালাম, সদর ইউনিয়ন যুবদল সভাপতি মো: মনিরুল আলম , উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাজন চন্দ্র সুত্রধর, ছলিমাবাদ ইউনিয়ন যুবদল নেতা মো: সাজু, প্রবাসী স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নূরে আলম, আইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাসির মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: শাহ আলম, যুবদল নেতা আতাউর রহমান প্রমূখ।
লন্ডন প্রবাসী বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা নুরুল আমিন সজল বলেন, আজকে আমরা স্বাধীনভাবে আমাদের জন্মভূমিতে এসেছি, এর আগে আমরা যতবার এই দেশে এসেছি অনেক লুকোচুরির মাধ্যমে আসতে হয়েছে, এবং সার্বক্ষণিক আমরা ভয়ভীতির মধ্যে থাকতাম কখন যানি আওয়ামী পুলিশ আমাদের বিভিন্নভাবে হয়রানি করে। আজকে আমরা এই দেশের মাটিতে স্বাধীনভাবে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আসতে পেরেছি। এসময় তিনি স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে দেশকে পুনরায় স্বাধীন করার জন্য ছাত্র জনতাকে ধন্যবাদ জানান এবং প্রত্যেকটি হত্যার জন্য খুনি হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচার দাবি করেন। এছাড়াও আলোচিত সোনারামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন মিয়াকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।