বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদের কাছে সহযোগীতা কামনা করে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেছেন, ছাত্রদল নেতা ফাহাদের অসমাপ্ত স্বপ্ন পূরণের লক্ষে কাজ করবে উপজেলা বিএনপি। ভবিষ্যতে বিএনপি সরকার ঘঠন করলে ফাহাদের স্মৃতিকে ধরে রাখার জন্য বাঞ্ছারামপুরে ফাহাদ স্মৃতিস্তম্ভ ঘঠন করা হবে। এবং ফাহাদের নামে ভ্রম্যমান লাইব্রেরি সহ বাঞ্ছারামপুর সরকারি কলেজের অডিটোরিয়ামকে ফাহাদ স্মৃতি অডিটোরিয়ামে নামকরন করবো।
এছাড়াও তিনি বলেন, কেউ যদি আওয়ামী দোসরদের প্রতিষ্ঠিত করতে চায়, কেউ যদি আওয়ামী গুন্ডাদের প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সেই স্বপ্ন বাঞ্ছারামপুরে পুরন হতে দেয়া হবে না। বাঞ্ছারামপুরে কোনো অন্যায় অপরাধী, চাদাবাজদের স্থান বাঞ্ছারামপুরে হবে না। বাঞ্ছারামপুর হবে সন্ত্রাস, মুক্ত চাদাবাজ মুক্ত, মাদক মুক্ত এবং একটি শিক্ষানগরী হিসেবে সারা বাংলাদেশের মানুষের মাঝে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে তুলে ধরা হবে।
শনিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা তাইয়ান আহমেদ ফাহাদের স্মৃতিচরন ও দোয়া ফাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী ফরিদ, সদস্য সচিব একেএম মুসা, জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব সমীর চক্রবর্তী, উপজেলা যুবদলের আহবায়ক মো: হারুনুর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম, উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান অন্তু, তাফসীর আলম তামজীদ, আমিনুল ইসলাম অপু, যুবদল নেতা রিয়াজ ইসলাম রেজাসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
- সঞ্চালনায় ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার।