ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় নবনির্মিত মডেল মসজিদটি এর নান্দনিক স্থাপত্যশৈলী ও অসাধারণ সৌন্দর্যের জন্য এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে রাতের বেলায় আলোকসজ্জায় মসজিদটির দৃশ্য মনোমুগ্ধকর হয়ে ওঠে, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মসজিদের ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে অনেকেই মসজিদটি দেখতে আসছেন এবং স্মৃতি হিসেবে ছবি তুলে নিচ্ছেন। বিভিন্ন আলোকচিত্রী ও সৌন্দর্যপ্রেমীরা মসজিদের বিভিন্ন কোণ থেকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন, যা প্রশংসিত হচ্ছে সর্বত্র।
এলাকাবাসীর মতে, এমন একটি আধুনিক ও নান্দনিক মসজিদ তাঁদের গর্বের বিষয়। ধর্মীয় উপাসনার পাশাপাশি এটি এলাকায় একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পাচ্ছে। মসজিদের নির্মাণশৈলী, মার্বেল পাথরের কাজ ও বর্ণিল আলোকসজ্জা সত্যিই চোখ ধাঁধিয়ে দেয়।
হানিফ মিয়া নামের স্থানীয় এক মুসল্লি বলেন, “আমাদের উপজেলায় এমন একটি মডেল মসজিদ হওয়ায় আমরা খুবই খুশি। নামাজ আদায়ের পাশাপাশি এখানকার পরিবেশে একটা আধ্যাত্মিক শান্তি পাওয়া যায়।”
মসজিদটি সরকারের মডেল মসজিদ প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে। এতে একসঙ্গে বহু মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করা হবে।
এমন একটি মসজিদ পেয়ে বাঞ্ছারামপুরের বাসিন্দারা যেমন আনন্দিত, তেমনি পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে এটি। মসজিদের এই সৌন্দর্য দীর্ঘদিন ধরে সবার মনে জায়গা করে নেবে বলেই বিশ্বাস স্থানীয়দের।