বহুল কাঙ্খিত চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি ফেসবুকে প্রকাশ করা হয়।
এতে স্বাক্ষর করেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া।
ঘোষিত কমিটিতে আবু তালেবকে সভাপতি ও এম মাসুদুর রহমান মাসুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া জোবায়ের হোসেনকে সহ-সভাপতি ও মাজহারুল ইয়াছিনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।
নতুন এই কমিটির সভাপতি আবু তালেব লক্ষ্মীপুর সরকারি কলেজ ও সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ অক্টোবর স্থানীয় হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু সম্মেলন হলেও দলীয় গ্রুপিং ও নানা টানাহেঁচড়ার কারণে কমিটি ঘোষণা করা হয়নি।