ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জাল কাগজপত্র ও ভুয়া ওয়ারিশনামা তৈরির মাধ্যমে নামজারি আবেদন দাখিলের অপরাধে এক দলিল লিখককে আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রবিউল হাসান ভূঁইয়া কর্তৃক অভিযুক্ত আমান উল্লাহ (৩২) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানায়, আটককৃত আমান উল্লাহ ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়ি ভেলানগর গ্রামের মৃত কাঞ্চন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দলিল লিখক। স্থানীয় সূত্রে জানা গেছে, আমান উল্লাহর বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ ছিল। তবে এবার নামজারি আবেদনে জাল কাগজপত্র ব্যবহার ধরা পড়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদানের পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রবিউল হাসান ভূঁইয়া সাংবাদিকদের বলেন,
“ভুয়া কাগজপত্র দাখিলের মাধ্যমে প্রতারণা করার যে চেষ্টা হয়েছে, তা গুরুতর অপরাধ। জনস্বার্থে ও আইনশৃঙ্খলা রক্ষায় আমরা এ ধরনের জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও জাল কাগজপত্র তৈরি বা ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”