শিরোনাম
বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা ফাহাদের অসমাপ্ত স্বপ্ন পূরণের লক্ষে কাজ করবে বিএনপি ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতা ফাহাদ নিহত যানজটে স্থবির রাজধানী, সীমাহীন দুর্ভোগ বরগুনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে মারধরের ঘটনায় মামলা বাঞ্ছারামপুরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক ছাত্রদল নেতা লন্ডন প্রবাসী নুরুল আমিন সজল শেখ মুজিব বাকশাল গঠনের নামে গনতন্ত্রকে কবর দিতে চেয়েছিলো- এম এ খালেক পিএসসি সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজের গ্রেফতারের খবরে বিএনপির আনন্দ মিছিল বাঞ্ছারামপুরে শেখ হাসিনার বিচার দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে বাঞ্ছারামপুরে বিক্ষোভ মিছিল মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

ভাগিনা-ভাগনিকে গলাকেটে হত্যাকারী ঘাতক বাদলের ফাঁসি চায় জনগন

রফিকুল ইসলাম / ১৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছলিমাবাদ গ্রামে ভাই- বোনকে গলা কেটে হত্যা করেছে তাদেরই আপন মামা বাদল। দেশে চাঞ্চল্যকর এই জোড়া খুনের  হত্যাকারীর ফাসি চেয়ে   সামাঝিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন অনেকেই।সমাজের সকল স্থরের জনগন চাচ্ছে এই খুনি বাদলের সর্বোচ্ছ রায় কার্যকর করা হোক। এবং ঘটনার সাথে জড়িতদের সবাইকে সর্বেোচ্চ শাস্তির ব্যাবস্থা করা হউক। গতকাল ভোরে সন্দেহভাজন মামা বাদল মিয়াকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। বুধবার ভোর পাঁচটার সময় অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মকবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ঢাকার সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে দুপুরে থানায় নিয়ে আসে।

বাদল মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ, নিহতদের বাবা সৌদি প্রবাসী কামাল মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন,বাদলের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার খোদা দাউদপুর গ্রামে, পিতার নাম আবদুর রব। উল্লেখ্য গত সোমবার রাত আটটার সময় নিজ বাড়ির খাটের নিচ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রী শিফা আক্তার ও তার ভাই চতুর্থ শ্রেণীর ছাত্র কামরুল হাসানের গলাকাটা লাশ উদ্ধার করে বাঞ্ছারামপুর থানা পুলিশ। এই ঘটনার পর থেকে পলাতক ছিলেন মামা বাদল মিয়া। অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সবুজবাগ এলাকা থেকে আজ ভোর পাঁচটায় প্রধান সন্দেহভাজন নিহতদের মামা বাদল মিয়াকে আটক করা হয়,সে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে, দুলাভাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিল সে টাকা ফেরত চাওয়ায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয় তারই জের ধরে এই হত্যাকাণ্ড, নিহতদের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে, ঘটনার সাথে আর কেউ জড়িত কি না বিষয়টা খতিয়ে দেখছি ,তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!