দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র পাইকার চর গ্রামের তানভীর আহমেদ নিখোজ, কিন্তু নিখোজের একদিন পার হয়ে গেছে তবুও তার কোনো সন্ধান মেলেনি, তার বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। নিখোজ তানভীর আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের পাইকারচর গ্রামের আঃ আউয়াল মিয়ার ছোট ছেলে। ১৪ বছর বয়সী নিখোজ তানভীর আহমেদ গত ৫সেপ্টেম্বর শনিবার সকালে নিজ বাড়ী হইতে রামকৃঞ্চপুর বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। বিকেল আনুমানিক ৩টার দিকে তার তাকে তার পরিবার ও স্বজনরা বিভিন্ন জায়গায় খোজাখোজি করে ও কোনো সন্ধ্যান পায়নি । তার ব্যবহিত মোবাইল নাম্বারে ফোন করলে বন্ধ পাওয়া যায় তার মোবাইল। হালকা পাতলা স্বাস্থ্যে নিখোজ তানভীর আহমেদ পাইকার চর গ্রামের আঃ জলিল মেম্বারের বাড়ীর আঃ আউয়াল মিয়ার ছেলে। তার গায়ের রং ফর্সা, পরনে ছিল শার্ট-প্যান্ট , উচ্চতা ৫ফুট ২ ইঞ্চি, চুলের বর্ণ ও ধরন কালো ও ছোট, চোখের বর্ন কালো। নিখোজের ১দিন পার হয়ে যাওয়ার এখনো তার কোনো সন্ধ্যান মেলেনি। ছোট ভাইয়ের কথা মনে হলেই বার বার জ্ঞান হারাচ্ছে তার মা, বাবা, ভাই বোন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তার কোনো সন্ধ্যান পেলে ০১৭১৫২৪৪৮৮৭ এই নাম্বারে যোগাযোগ করার জন্য সকলের বিনীত অনুরোধ করা যাচ্ছে। এঘটনায় নিখোজ তানভীর আহমেদ এর বড় ভাই ইকবাল বাঞ্ছারামপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরীর আবেদন করেন।
তবে তাকে খুজে বের করার জন্য সরকারের সহযোগীতা এবং সকলের সহযোগীতা চেয়েছেন তার মা, বাবা, ভাই, বোন এবং আত্মীয় স্বজন।