ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩নং মানিকপুর ইউনিয়ন শ্রমিক লীগের ৯টি ওয়ার্ডের পরিচিতি সভা ও সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা ধারিয়ারচর বাজারের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে মানিকপুর ইউনিয়ন শ্রমিক ৯ওয়ার্ডের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিকলীগ মানিকপুর ইউনিয়ন শ্রমিকলীগ এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ বাঞ্ছারামপুর উপজেলা শাখার আহবায়ক সৈয়দ মোঃ আজিজ।
মানিকপুর ইউনিয়ন শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলী আকবর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, যুগ্ন সাধারণ আবুল কাসেম (মেম্বার), সিনিয়র সহ-সভাপতি খন্দকার আব্দুর রশিদ , মানিকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামসুল হক (রনি), সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মোঃ মহি উদ্দিন, যুগ্ন- আহবায়ক গোলাম মোস্তফা, মোঃ দেলোয়ার, মানিকপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, যুবলিগ নেতা মাইনুদ্দিন সৈকত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি আমির হোসেন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগ সহ-সম্পাদক সামির উদ্দিন, মানিকপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক আসাদ মিয়া, মানিকপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির যুগ্ন-আহবায়ক মাসুম পারভেজ,উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি হাফিজুল ইসলাম, মানিকপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান (মুকুল), সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ (জাল্লা), মানিকপুর ইউনিয়ন ছাত্রলীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী খলিলুর রহমান সহআওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন মানিকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ সাবেক সদস্য মোঃ মোকবল হোসেন তরফদার।
এসময় বক্তারা মানিকপুর ইউনিয়ন শ্রমিকলীগকে মাদক, চাদাবাজ মুক্ত এবং আওয়ামীলীগের ত্যাগী পরিবাররের সন্তানদেরকে কমিটিতে রেখে শ্রমিকলীগ এর কমিটি সম্পূর্ণ করার প্রত্যাশা করেন।