ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এর জন্মদিন উপলক্ষে ২২/১১ রোজ রবিবার দুপুরে সেমন্তঘর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় ছাত্র ও শিক্ষকদের নিয়ে দোয়া মাহফিল ও তাবারুক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সামাজিক সংগঠন “অসহায়দের জন্য কিছু কর” এর সভাপতি ছাত্রলীগ নেতা মোঃ রবিউল ইসলাম রুমির সৌজন্যে দোয়া মাহফিল ও তাবারুক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাকুট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রবিউল আলম রুবেল, নূরনগর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মোঃ মোবারক হোসেন, মোঃ আক্তার হোসেন প্রমূখ। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন
সেমন্তঘর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল হাকিম।
ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুমি বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্রসমাজের ভরষাস্থল ব্রাহ্মণবাড়িয়ার রাজপথের বলিষ্ঠ কন্ঠস্বর প্রিয় নেতা শাহাদাৎ হোসেন শোভন ভাইয়ের শুভ জন্মদিনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শোভন ভাইয়ের দীর্ঘায়ু,সুস্বাস্থ ও উত্তরোত্তর সাফল্য কামনায় সকলের নিকট আশির্বাদ ও দোয়া কামনা করি।