ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারি চালিত অটোরিকসার ধাক্কায় ইমাম হোসেন ( ৩০) নামের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে পৌরশহরের খরমপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত শিরু মোল্লার ছেলে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল সহকারি অফিসার সজীব দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে খরমপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ধাক্কা দিলে মটরসাইকেল চালক ইমাম হোসেন রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় পথচারী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।