ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত সেবা ডায়াগনস্টিক সেন্টার ও মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মন। এছাড়াও ডায়াগনস্টিক সেন্টার গুলোর কোনো প্রতিনিধি হাসপাতাল চলাকালীন সময়ে বিতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
আজ রবিবার দুপুর তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শন করা হয়।
এসময় সেবা ডায়াগনস্টিক সেন্টার এবং মর্ডান ডায়াগনস্টিক সেন্টার এর ল্যাব এবং এক্স রে রুমে মেয়াদ উর্ত্তীর্ণ রিয়েজেন্ট এবং অস্বাস্থ্যকর পরিবেশ ;থাকায় দুইটির কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয় ।
সরেজমিন জানাগেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনেই অবস্থিত সেবা ডায়াগনস্টিক সেন্টার এবং মর্ডান ডায়াগনস্টিক সেন্টার।
মর্ডান ডায়াগনস্টিক সেন্টার এর রিয়েজেন্ট মেয়াদ উর্ত্তীর্ণ সহ বিভিন্ন ত্রুটি থাকায় তাদের কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রি-এজেন্ট মেয়াদ উর্ত্তীর্ণ থাকলে রোগীর সঠিক রোগ নির্ণয় সম্ভব হয়না, স্বাস্থ্য পরিক্ষা-নীরিক্ষার ফলাফল ভুল আসে। এতে করে রোগী ভুল চিকিৎসার স্বীকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পরতে পারে। রোগীদের মনে একটাই প্রশ্ন তাহলে কি তারা এতোদিন ভুল চিকিৎসার স্বীকার হয়েছেন। স্বাস্থ্যখাতে বিশাল এই অনিয়ম নিয়ে বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।প্রশাসনের নিকট তাদের সঠিক বিচার দাবী করছেন তারা৷
এছাড়াও ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টার এর পরিবেশ অস্বাস্থ্যকর থাকায় এবং এক্স-রে রুম সঠিক নিয়ম অনুযায়ী পরিচালনা না করায় সেবা ডায়াগনস্টিক সেন্টার এর প্যাথলজির কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মন বলেন, আজ রবিবার দুপুর তিনটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শন করেছি । সেবা এবং মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ল্যাব এবং এক্স রে রুমে মেয়াদ উর্ত্তীর্ণ রি-এজেন্ট এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দুইটির কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করেছি। ১ সপ্তাহের মধ্যে তাদের কার্যক্রম সংশোধনী না হলে উপজেলা প্রশাসনের সহায়তায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।