আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শান্তিপুর গ্রামে এঘটনা ঘটে।
জানা যায় মৃত আল আমিন ও আবুল হোসেন ছুটি নিয়ে দেশে বেড়াতে আসেন। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই হন। দুপুরে আল আমিন ও আবুল হোসেন জমির আইল কেটে জমি থেকে পানি নামানোর জন্যে মাঠে যান। পাশেই একটি পরিত্যক্ত ঘরের বিদ্যুতের তার জমির পানিতে পড়ে ডুবে ছিলো। জমির পানি নামানোর জন্যে মাঠে নামার সাথে সাথেই বিদ্যুৎ স্পৃষ্টে দগ্ধ হয় তারা। এসময় ঘটনাস্থলেই দুই জন নিহত হয় ।
পরে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম এ তথ্য নিশ্চিত করে বলেন বিষয়টি আমি শুনে তদন্ত অফিসারকে নির্দেশ দিয়েছি তদন্তের জন্যে।