শিরোনাম
বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা ফাহাদের অসমাপ্ত স্বপ্ন পূরণের লক্ষে কাজ করবে বিএনপি ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতা ফাহাদ নিহত যানজটে স্থবির রাজধানী, সীমাহীন দুর্ভোগ বরগুনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে মারধরের ঘটনায় মামলা বাঞ্ছারামপুরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক ছাত্রদল নেতা লন্ডন প্রবাসী নুরুল আমিন সজল শেখ মুজিব বাকশাল গঠনের নামে গনতন্ত্রকে কবর দিতে চেয়েছিলো- এম এ খালেক পিএসসি সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজের গ্রেফতারের খবরে বিএনপির আনন্দ মিছিল বাঞ্ছারামপুরে শেখ হাসিনার বিচার দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে বাঞ্ছারামপুরে বিক্ষোভ মিছিল মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

বাঞ্ছারামপুরে ডাকাত আতঙ্ক , উদাসীন প্রশাসন

রিপোটারের নাম / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ডাকাতদের উৎপাতে জনগনের মাঝে আতঙ্ক বিরাজ করেছে। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে চুরি, ডাকাতির ঘটনা ঘটছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহীনির কোনো হস্তক্ষেপ দেখা যায়নি এই পর্যন্ত। তাদের হস্তক্ষেপ না থাকায় জনপ্রতিনিধিরাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তাদের দৃষ্টি আকর্ষন করে পোস্ট দিচ্ছেন। প্রশাসনের বাড়তি নজরদারি না থাকার কারনে ডাকাতদের উৎপাত বৃদ্ধি পেয়েছে বলে ধারনা করেছেন স্থানীয় সচেতনমহল।
গতকাল রবিবার উপজেলা ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের এক কৃষকের দুটি গরু রাতের আধারে নিয়ে যায় ডাকাতরা পরে গরু দুটিকে জবাই করে বিক্রির চেষ্টা করে ডাকাত দলের সদস্যরা। বাঞ্ছারামপুর পৌরসভার কাউন্সিলর ওয়ালি আশরাফ জানান গত ৩দিন আগে দশদোনা ২নং ওয়ার্ডের কৃষক জাকির মিয়ার বাড়ি থেকে ২টি গরু রাতের আধারে নিয়ে যায় ডাকতচক্রের সদস্যরা। গরু দুটিকে জবাইয়ের জন্য দরিয়াদৌলত চকে নিয়ে যায় তারা। পরে স্থানীয় বাসীন্দারা টের পেলে তাদের দাওয়ায় গরু দুটিকে ছেড়ে পালিয়ে যায় তারা। এছাড়াও সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ডাকাতের সংঘবদ্ধ দল হানা দিয়ে জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এবং বেশকিছু স্থানে ডাকাতির চেষ্টা করা হয়েছে বলেও জানা যায়।
এইদিকে ডাকাতদের পাহারায় ঘুমহীন রাত পার করছেন উপজেলার প্রায় ১শত গ্রামের মানুষ।
কাজেই কিশোর, যুবক,থেকে শুরু করে এলাকাবাসী নিজেদের রক্ষার জন্য রাত জেগে ডাকাতদের পাহারা দিচ্ছে ।
পাহারা দিয়েও ডাকাত দলকে থামানো যাচ্ছে না। সুযোগ বুঝে লুটে নিচ্ছে গবাদি পশু থেকে শুরু করে স্বর্ণালংকার। প্রতিবাদ করলে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়।
স্থানীয় ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিনে ডাকাতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বেশকয়েকটি বাসা বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ গরু চুরি করে নিয়ে গেছে ডাকাত দল। গভীর রাতে ডাকাত দল প্রতিদিনই হানা দিচ্ছে কোনো না কোনো বাড়িতে।
এই বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন পিপিএম বলেন,আমরা এই বিষয়ে আমরা কাজ করছি। আমি এই উপজেলায় নতুন এসেছি। প্রতিদিনই পুলিশ রাতে বিভিন্ন পয়েন্টে পাহাড়া দিচ্ছে। আশাকরি খুব দ্রুত আমরা এই পরিবেশ থেকে বের হতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!