দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -৬ বাঞ্ছারামপুর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৯৩ হাজার ৮৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই নিয়ে আওয়ামীলীগ থেকে ৫বারের মতো বিজয়ী হয়ে রেকর্ড করেছেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোঃ আমজাদ হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ২৮শত ১৭ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির কবির মিয়া একতারা প্রতীক নিয়ে – ১৩শত ৭৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো: শফিকুল ইসলাম আম প্রতীকে ১৭শত ৩২ ভোট পান।
৭ জানুয়ারি রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৯১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।