ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাঞ্ছারামপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের নেতাকর্মীগণ।
বুধবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীগণ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণার অংশ হিসেবে বাঞ্ছারামপুর উপজেলায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের জন্য সকাল থেকেই নেতাকর্মীদের আগমন দেখা যায়।
এসময় বক্তারা বক্তব্য বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের পর দেশকে অন্ধকারে রেখেই গোপনে দেশ ছাড়েন শেখ হাসিনা। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে আজ আমরা সারা দেশের ন্যায় বাঞ্ছারামপুরেও বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট জিয়াউদ্দিন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মান্নান, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব জিসান সরকার, যুগ্ম আহবায়ক মীর মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ভিপি মুজিব, সাধারণ সম্পাদক শুকরি সেলিম, পৌর বিএনপির সদস্য সচিব ছালে মুসা, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ লিটন প্রমুখ।