ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ৫২’র ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আজ রবিবার রাত ১২.১ মিনিটে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বাঞ্ছারামপুর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর পক্ষ থেকে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজুর রহমান বাদশা, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ অহিদ মিয়া, সাধারন সম্পাদক নাছিরুল্লাহ,তেঝখালি ইউনিয়ন সভাপতি জালাল মুছলেম, সাধারণসম্পাদক ইকবাল মাষ্টার,স্বেচ্ছাসেবকলীগ নেতা আমির হোসেন, নূর মোহাম্মদ, টুকু সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।